চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচন করতে পারবেন ইমরান এইচ সরকার

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সেই সাথে ইমরানকে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হিশেবে অংশগ্রহনের সুযোগ দিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির।

আইনজীবী বলেন: আজকের আদেশের ফলে নির্বাচন করতে পারবেন ইমরান এইচ সরকার।

রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পাঁচ প্রার্থীর করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। আর রাষ্ট্রপক্ষে ছিলেন আ্যটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইমরানের মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট করেন ইমরান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে নির্দিষ্ট সংখ্যক জনসমর্থনের তথ্য জমা না দেওয়ায় ইমরানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করে ইমরান। সেই আপিল শুনানি শেষে ইসি ইমরানের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।