চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচন কমিশনের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আওয়ামী লীগের প্রস্তাব

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ, নির্বাচন কমিশনের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিসহ একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও সংস্কার নিয়ে বিভিন্ন প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে ‘গণতন্ত্র ও নির্বাচন: বাংলাদেশ আওয়ামী লীগ’ শিরোনামে দলের পক্ষ এসব প্রস্তাব তুলে ধরে। নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ গ্রহণ করেন। সোমবার বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের এই বৈঠক অনুষ্ঠিত হয়।