চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচনে সেনাবাহিনীকে দৃশ্যমান করার দাবি বিএনপি’র

সিটি কর্পোরেশন নির্বাচনের সময় সেনা টহলের সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণাই
প্রমাণ করে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহ হিসেবে কাজ করছে বলে দাবি
বিএনপি’র। দলের নেতারা নির্বাচনে সেনাবাহিনীকে অন্তরালে না রেখে দৃশ্যমান
করার দাবি জানিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি
সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে সকালে তোপখানা রোডে লিফলেট
বিতরণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সেসময়
জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন,
সরকারের উদ্যোগেই নির্বাচনী পরিবেশ নষ্ট করে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী টহল
দেওয়ার যে আবেদন জানানো হয়েছিলো সেটাও তুলে নিলো। সেই থেকেই ইঙ্গিত পাওয়া
যায় যে এই নির্বাচনও পুলিশ ও র‌্যাবই করবে। সিদ্ধান্তের এই পরিবর্তনই
নিশ্চিত করে যে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছেয় পরিচালিত হচ্ছে।

একই
সময় প্রেসক্লাবের ভিতরে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য
লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান (অব.) নির্বাচনে সেনা মোতায়েন
নিয়ে নির্বাচন কমিশনের পরিবর্তিত সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন,
ইচ্ছে করেই তাদের ভেতরে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু জনগণ চায়, ভোটাররা চাই
সেনাবাহিনীকে টহল দিতে দেখতে।