চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচনের ২ থেকে ৩ দিন আগে সেনা মোতায়েন: ইসি সচিব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই থেকে তিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং অফিসারদের বিফ্রিং অনুষ্ঠানে তিনি একথা জনান।

এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন: মনোনয়নপত্র তৃণমূল নেতাদের মতামত নিয়ে করা হয়নি।

তিনি আরও বলেন: এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।

এর আগে গত ১০ নভেম্বর ইসি সচিব জানিয়েছিলেন: যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়া হবে, ওইসব কেন্দ্রগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

তিনি জানান: নির্বাচন কমিশন সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। আস্থা আনতে সেনাবাহিনী দিয়ে ইভিএম কেন্দ্রগুলো পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইসি।

গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার সময় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে স্বশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী থেকে ৬ লক্ষাধিক সদস্য মোতায়েন করা হবে। থাকবে পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ।