চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্দলীয় সরকারের দাবি রেখেই বিএনপির প্রার্থী বাছাই-প্রস্তুতি চলছে

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিকে সামনে রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, কর্মী সভাসহ বিভিন্ন কর্মসূচিতে দলকে সুসংগঠিত করা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে চলছে প্রার্থী বাছাইয়ের কাজ।

২০১৪’র ৫ জানুয়ারি নির্বাচন বয়কট করার পর থেকেই সংসদের বাইরে বিএনপি। ২০১৮ তে কয়েকটি স্থানীয় নির্বাচনের পর শেষের দিকে হবে জাতীয় নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের কথা না বললেও দলটির দাবি আছে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের। তবে এর মধ্যেই নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে তারা।

সরকার মনে করছে, কুমিল্লা আর রংপুর সিটিতে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হওয়াই সুষ্ঠু নির্বাচনের প্রমাণ। তবে সে যুক্তি মানছে না বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনই তাদের মূল চাওয়া, খুব শিগগিরই এর সরকারের রূপরেখা দেবেন বিএনপি চেয়ারপার্সন।

বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিকভাবে বছরটি খুবই গুরুত্বপূর্ণ। এবার সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সম্ভব হবে না।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: