চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নিরাপদ সড়ক: প্রধানমন্ত্রীর কাছে কমিটির প্রতিবেদন

সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভার সিদ্ধান্তের আলোকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

রোববার গণভবনে কমিটির চেয়ারম্যান সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এ প্রতিবেদন তুলে দেন।

এ সময় জাতীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, বিশিষ্ট কলামনিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনও উপস্থিত ছিলেন।

সারাদেশে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারের পাশাপাশি দুর্ঘটনা নিয়ন্ত্রণে গত  ১৭ ফেব্রুয়ারি ১৫ সদস্যর এই কমিটি গঠন করা হয়।