চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নিরাপদ ব্রাউজিংয়ের জন্য ‘রিভ সেফ ব্রাউজিং’

ব্রাউজার সফটওয়্যারগুলো ব্রাউজিং হিস্ট্রি থেকে তথ্য নিয়ে বিজ্ঞাপন দাতাদের কাছে বিক্রি করে থাকে। এমনকি কেউ ইনকগনিটো (লুকানো) ম্যুড হলেও এই কাজ করা হয়ে থাকে। সাধারণত গোপনে ব্রাউজিং হিস্ট্রি না রেখে কোনো ব্রাউজারে ইন্টারনেট ব্রাউজিং করতে ইনকগনিটো ম্যুড ব্যবহার করা হয়।

তাই বলা যায়, ইন্টারনেট ব্যবহারকারীরা সব সময় পাসওয়ার্ড, ইমেইল এবং ব্যক্তিগত তথ্য পাচারের ঝুঁকিতে থাকেন। এই ধরনের ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষা করতে বিশেষ সুরক্ষা সুবিধা নিয়ে এসেছে রিফ সেফ ব্রাউজিং।

বাংলাদেশের সাইবার সিকিউরিটি সফটওয়্যার রিভ অ্যান্টিভাইরাস সুবিধা পেতে হলে ব্যবহারকারীর ডিভাইসে রিভ অ্যান্টিভাইরাসের টোটাল সিকিউরিটি ভার্সন ইনস্টল করা থাকতে হবে।

সর্বাধুনিক প্রযুক্তির রিভ অ্যান্টিভাইরাসের সেফ ব্রাউজিং ব্যবহারে ব্রাউজিং হিস্টরি রেকর্ড বন্ধের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আড়াল থাকা যায়। ইউজার নেম, পাসওয়ার্ড বা ইনপুটকৃত যেকোনো তথ্য ব্রাউজার সংরক্ষণ করতে পারেন না। এর মানে বিশেষ কোনো সাইটে পরে কেউ ভিজিট করলেও আগের ইউজার নেম, পাসওয়ার্ড এসব আর খুঁজে পাওয়া যাবে না।

বিস্তারিত জানতে ভিসিট করুন- www.reveantivirus.com