চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিরাপদ খাদ্য আইন কার্যকর করার দাবি

দেশে নিরাপদ খাদ্য আইন ২০১৩ পাশ হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আইনটির প্রয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে শাহবাগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(পবা) আয়োজিত ‘বিষমুক্ত ফল চাই, সুস্থ্য সুন্দর জীবন চাই’ দাবিতে অবস্থান কর্মসূচিতে এ অভিযোগ করেন বক্তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ফল পাকাতে হরমোন জাতীয় পদার্থ কীটনাশক হিসেবে ব্যবহার করে কিডনি ফেইলিওর, হাঁপানি ও শ্বাসযন্ত্রের অসুখ, ক্যান্সার জাতীয় রোগ হু হু করে বাড়ছে। পাকস্থলির নানারকম প্রদাহ ও রোগ এখন অসম্ভব রকম বেড়েছে। যা আমাদের জাতীয় পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত আইনটি কার্যকর করা দরকার।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(পবা)র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডা: লেলিন চৌধুরী, মো: নজরুল ইসলাম, আতিক মোরশেদ, নাজিম উদ্দিনসহ আরও অনেকে।