চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিরবের মালয়েশিয়ান ছবিতে ব্যাপক সাড়া

পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে মুক্তি পেয়েছে নিরবের ছবি ‘বাংলাশিয়া’। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নিয়েছে ২২০০০০ রিঙ্গিত। ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে। ২০১৪ সালে মালয়েশিয়ান ফিল্ম সেন্সরশিপ বোর্ড ‘বাংলাশিয়া’ সিনেমাটি ব্যান করে দেয়। ছবির ৩১টি দৃশ্য মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যাওয়ায় সরকার ছবিটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। বেশ কিছু কাটছাঁটের পরে ১২ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় এবং সিনেমার নাম দেয়া হয় ‘বাংলাশিয়া ২.০।’ মালয়েশিয়ায় মুক্তি না পেলেও সিনেমাটি নিউ ইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ওসাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে।

মালয়েশিয়ার কয়েকটি রাজ্যের ১১৬ হলে একযোগে চলছে ‘বাংলাশিয়া’
প্রথমদিনেই দর্শক গ্রহণ করে যার ফলে টপ ২ তে জায়গা পায় বাংলাশিয়া
প্রথমদিনেই বাংলাদেশি টাকায় ৪৫ লাখ টাকার মত ব্যবসা করে ছবিটি
ছবির প্রিমিয়ার থেকে মুক্তির পর এখনও নিরব সেখানে আছেন
‘বাংলাশিয়া’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি