চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইসির সঙ্গে সংলাপের বিষয়ে যা ভাবছে আওয়ামী লীগ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ। সব দল নির্বাচনে আসুক তা চাইলেও আওয়ামী লীগ মনে করছে, কোনো দলকে নির্বাচনে আনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে না তারা।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাক-প্রস্তুতি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে আগামী নির্বাচনকে কিভাবে আরো গ্রহণযোগ্য করা যায় সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। সেই ধারাবাহিকতায় আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে কমিশনের বৈঠক।

সংলাপে ইলেকট্রনিক ভোটিং, অভিন্ন পোস্টার, নির্দিষ্ট জায়গায় সমাবেশ, সীমানা নির্ধারণ, নির্বাচনী ব্যয়, আরপিওসহ বেশ কয়েকটি বিষয়ে প্রস্তাব গুছিয়ে এনেছে আওয়ামী লীগ।

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকার প্রধান। তবে সে সময়ে নির্বাহী ক্ষমতা ইসি’র হাতে দিতে সম্মত সরকারি দল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের প্রস্তাবগুলো চূড়ান্ত রূপ পাবে আগামী ১৪ অক্টোবর।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: