চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিজেদের কাজটা ঠিকঠাক করে চলেছে বার্সা

লিওনেল মেসির দুই অ্যাসিস্টে জর্ডি আলবা ও ইলাইক্স মোরিবার গোলে ওসাসুনাকে হারিয়ে লা লিগায় ঊর্ধ্বগামী যাত্রা ঠিকঠাক রেখেছে বার্সেলোনা। উঠে গেছে টেবিলের দুইয়ে।

শনিবার রাতে ওসাসুনার মাঠ থেকে ২-০ গোলের জয় তুলে ফিরেছে বার্সা।

এই জয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্টে স্প্যানিশ টেবিলের দুইয়ে বার্সা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্টে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।

রোববার রাতেই আছে বড় একটি ম্যাচ। অ্যাটলেটিকোর মাঠে মাদ্রিদ ডার্বিতে নামবে রিয়াল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে। যে ম্যাচের ফল শিরোপার গতিপথ অনেকটাই ঠিক করে দেবে বলে মত বিশ্লেষকদের।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩০ মিনিটে লিড আনে বার্সা। মেসির নিখুঁত এক ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন আলবা। লিড ধরে রেখেই মধ্যবিরতিতে যায় অতিথিরা।

ফিরে মেসির দুটি প্রচেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ান স্বাগতিক গোলরক্ষক। খানিক পর মেসির ফ্রি-কিক ক্রসবারে দোলা দিয়ে যায়।

ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এবারও বলের যোগানদাতা মেসি। অধিনায়কের থেকে বল পেয়ে গোল আনেন মোরিবা। কাতালান জার্সিতে তার প্রথম গোল।