চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিজেদের আন্ডারডগ ভাবছে ঢাকা

সোমবার মুখোমুখি ঢাকা-চিটাগং

শেষ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাস ফিরেছে। তবে চিটাগং ভাইকিংসের কাছে লিগপর্বে মুখোমুখি দুই দেখায় হারতে হয়েছে বলে নিজেদের আন্ডারডগ ভাবছে গত আসরের ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস। দলটির কোচ খালেদ মাহমুদ সুজন চিটাগংকে সমীহ কলে বললেন, এলিমেনেটর ম্যাচে আমরাই আন্ডারডগ।

সোমবার মিরপুরে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি ঢাকা-চিটাগং। যে দল হেরে যাবে তারা বিদায় নেবে বিপিএল থেকে। টিকে থাকার লড়াইয়ে নামার আগে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে দুদল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুই দলের প্রতিনিধিই প্রতিপক্ষকে প্রশংসায় ভাসালেন।

খালেদ মাহমুদ বলেন, ‘একজন অধিনায়কের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। মুশফিক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। দারুণ কিছু ইনিংস খেলেছে, টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে। এছাড়া ওদের বেশ কিছু ক্রিকেটারও আছে দারুণ খেলছে। ডেলপোর্ট শেষ ম্যাচে ভালো করেছে। পাশাপাশি ওদের বোলাররাও অদম্য অবস্থায় আছে।’

বোলিং নিয়ে বলেন, ‘রাহি, খালেদ ওরা অনেক ভালো বোলিং করছে। নতুন হার্ডাসও বেশ ভালো বোলার। রবি ফ্রেইলিঙ্ক খেলতে পারবে কিনা আমি জানি না। সে দারুণ একজন ম্যাচ উইনার। সুতরাং এই প্রতিযোগিতাতে তারা বেশ ভালো একটি দল। ম্যাচ জিততে হলে দুই-একটি পারফরম্যান্স লাগে আসলে। তেমন পারফর্মার ওদের আছে। ওদেরকে ছোট করে নেয়ার কিছু নেই। যেহেতু ওদের কাছে আমরা দুই বার হেরেছি সুতরাং অবশ্যই আমরা আন্ডারডগ। আন্ডারডগ হয়েই আমরা খেলতে নামবো সামনের ম্যাচে।’

চিটাগংয়ের পেসার খালেদ আহমেদ বলেন, ‘আসলে আমাদের দলে তেমন বিগ হিটার নেই, কিন্তু ওদের দলে আছে। এখানেই আসলে আমরা একটু পিছিয়ে আছি এবং পার্থক্যটা এখানেই। ওদের সুযোগ থাকবে বেশি বিগ হিট করার। তবে আমরা চাইবো এখান থেকে বের হয়ে আসতে এবং শেষ দুই ম্যাচ যেভাবে খেলেছি আমরা চাইবো যে এর থেকে আরও ভালো ক্রিকেট খেলে শেষ ম্যাচটি জিততে।’

প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে জয় পাওয়া ঢাকা পরের পাঁচ ম্যাচে টানা হেরে যায়। তবে শনিবার রাতে খুলনাকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে সাকিব আল হাসানের দল। মুশফিকুর রহিমের চিটাগং প্লে-অফ নিশ্চিত করে ফেলে চট্টগ্রাম পর্বেই। ১২ ম্যাচে বন্দরনগরীর দলটির ১৪ পয়েন্ট।

সমান ১৬ পয়েন্ট পাওয়া রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস সোমবার সন্ধ্যায় মুখোমুখি হবে কোয়ালিফায়ার ম্যাচে। শীর্ষ দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারা উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার। সেখানে প্রতিপক্ষ হবে ঢাকা-চিটাগংয়ের ম্যাচের জয়ী দল।