চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্লাব কিনে নিজেই খেলবেন মেসি!

পিএসজির হয়ে চলতি মৌসুম মোটেই ভালো কাটেনি লিওনেল মেসির। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সাথে প্যারিসের ক্লাবটির চুক্তি আছে আরও একবছর। স্প্যানিশ গণমাধ্যমে খবর, সেই একবছর শেষ করে মেজর লিগ সকারে নাম লেখাবেন ৩৪ বর্ষী মহাতারকা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবেন মেসি। শুধু তাই নয়, ক্লাবটির ৩৫ শতাংশের মালিকও হতে চলেছেন বলে খবর।

সম্প্রতি মেসিকে পাওয়ার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন ক্লাবটির কার্যনির্বাহী পরিচালক ও মালিক জর্জ ম্যাস। বলেছেন, ‘মেসি এখনও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার প্রতিভা এখনও ফুরিয়ে যায়নি।’

‘ডেভিডের (বেকহ্যাম) সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। যদি তিনি পিএসজি ছাড়েন, আমরা তাকে পাওয়ার জন্য একটা চেষ্টা চালাব। মেসিকে টানা এটা সম্ভব কিনা জানি না। আমরা আশা রাখছি।’

গত বছরের দলবদলে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। প্যারিসের ক্লাবটির হয়ে চলতি মৌসুমে মলিন সময় কাটিয়েছেন। নেভি ব্লু জার্সিতে এবছর ৩৩ ম্যাচে সবে ১১ গোল করেছেন।