চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিউইয়র্ক সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে নিউইয়র্ক সিটি করপোরেশন নির্বাচনে ডেমোক্রেট প্রাইমারীর ভোট শুরু হয়েছে। ত চলবে রাত ৯টা পর্যন্ত।

তবে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি খুব বেশি না। যদিও এটি একটি দলের প্রাইমারী। নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া অন্যান্য পদে ৫২৯ জন প্রার্থী লড়ছেন।

এদের মধ্যে ১৩ জন বাংলাদেশী প্রার্থীও অংশ নিয়েছেন। নির্বাচনী বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশী আমেরিকানরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলে এবার একজন বা দুজন বাংলাদেশী প্রার্থীর জয়লাভের সম্ভাবনা আছে।

এবারের প্রচারণায় একটি দিক লক্ষণীয় যে,  প্রত্যেক বাংলাদেশি প্রার্থীই ভোটারদের বলেছেন যে, যাকেই ভোট দেন না কেন, কেন্দ্রে আসুন। অর্থাৎ নির্বাচনী প্রচারণায় ভোট চাওয়ার পাশাপাশি ভোট দিতে উৎসাহিত করেন প্রতিটি প্রার্থী।

নির্বাচনে মেয়র হিসেবে দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এরা হচ্ছেন এরিক এডামস ও এন্ড্রো ইয়াং। বিভিন্ন নির্বাচনী জরিপে এ দুজনের কাছাকাছি জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায়।

তবে সবশেষ অধিকাংশ জরিপেই এরিক এডামসকেই এগিয়ে থাকতে দেখা গেছে। শেষ হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতে হবে আজ মধ্যরাত পর্যন্ত।

আজকের নির্বাচনে যে সকল প্রার্থী জয়লাভ করবেন তাঁরাই আগামী ২রা নভেম্বরে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হবেন। কারণ এই স্টেটে রিপাবলিকানরা তেমন শক্তিশালী নয় বা তাদের তৎপরতা খুব একটা চোখে পড়েনা। তাই ধরেই নেয়া যায় আজ ২২জুন যারা নির্বাচিত হবেন তারাই নিউইয়র্ক সিটির পরবর্তী নেতৃত্বের অংশীদার হবেন।