চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

না ফেরার দেশে সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা

প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা আজ মঙ্গলবার ভোরে হলিফ্যামিলি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না…রাজেউন) ।  তিনি নানাবিধ স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

বেগমজাদী মেহেরুন্নেসা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার তাল্লুকনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। ছয় ভাই বোনের মধ্যে তিনিই সবার বড়। বাবা মোকসেদ আলী খান করোটিয়া সায়াদাত কলেজের প্রাক্তন অধ্যক্ষ। বাবার বাঙ্গালী সংস্কৃতির শ্রদ্ধাভক্তিই বাঙ্গালিয়ানার প্রভাব ফেলে তার জীবনে।

করোটিয়া আবেদা খানম গার্লস স্কুলের ১ম ব্যাচের শিক্ষার্থী হিসেবে এস,এস,সি শেষ করার পরে করোটিয়া কলেজ থেকে এইচ,এস,সি ও বাংলাতে অনার্স করেন। তখন করোটিয়া কলেজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে।

প্রখ্যাত নাট্যকার সেলিম আল দ্বীনও একই কলেজে বাংলায় অনার্স করেন। তখন থেকেই তার সাথে পরিচয় এবং শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। কর্মজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা ছিলেন।