চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিনু হাজতে

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জেল হাজতে পাঠিয়েছে আদালত। 

সোমবার দুপুরে মিজানুর রহমান মিনু রাজশাহী সিএমএম আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক জয়ন্তী রানী দাস ও মোখসেদা আসগর বিএনপি নেতা মিনুর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।  

বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর আইনজীবী অ্যাডভোকেট রওশন জানান, মোট ৭টি মামলায় মিজানুর রহমান মিনু, বিচারক জয়ন্তী রানী দাস ও মোখসেদা আসগরের আদালতে আত্মসমর্পণ করেন।  এর মধ্যে বিচারক জয়ন্তী রানী দাস ৩টি মামলায় তার জামিন নামঞ্জুর করেন।

বিচারক মোখসেদা আসগর মিনুর বিরুদ্ধে ৪টি মামলার মধ্যে একটি জামিন মঞ্জুর করেন বাকী তিনটিতে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

এ বছরের মহানগরীর বিভিন্ন থানাতে গাড়ী ভাংচুর অগ্নি সংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে পুলিশ।