চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নার্গিসের অবস্থার কিছুটা উন্নতি, লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার প্রস্তুতি

সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলমের চাপাতির আঘাতে সঙ্কটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা খাদিজা আক্তার নার্গিসের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।

রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক ডাক্তার মির্জা নাজিম উদ্দীন জানিয়েছেন, সোমবার দুপুরে নার্গিসের ‘প্যাসেকটমি’ করা হয়েছে। এই প্রক্রিয়ায় নার্গিসের গলায় অক্সিজেন নল স্থাপন করা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, পর্যায়ক্রমে নার্গিসকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেবার জন্যই এই উদ্যোগ। নার্গিসের মুখ থেকে অক্সিজেন নল সরিয়ে গলার সাথে সংযোগ দেয়া হয়।

গত ৩রা অক্টোবর সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। পরে তাকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়। ৪ অক্টোবর থেকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রয়েছে নার্গিস।