চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নারী শিক্ষার্থীদের জন্য বিয়ন্সের বৃত্তি

মার্কিন নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী বিয়ন্সে। তার ভিজ্যুয়াল অ্যালবাম ‘লেমন্ডে’ প্রকাশের বর্ষপূর্তি উপলক্ষে তিনি এ ঘোষণা দেন।

চারটি অালাদা বিষয়ে এই বৃত্তি দেয়া হবে। সেগুলো হলো-শিল্প, সংগীত, সাহিত্য এবং আফ্রো-আমেরিকান ষ্টাডিজ।

বিয়ন্সে তার অফিসিয়াল ওয়েবসাইটে এ ব্যাপারে বলেন, ‘এই পুরস্কার তাদের জন্য, যারা এই ক্ষেত্রগুলোতে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পেরেছে। আর তাদেরকে উৎসাহ এবং সাপোর্ট দেবার জন্যই এই আয়োজন।’

আমেরিকার চারটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আর তা হলো-বোষ্টনের ‘বাকলে কলেজ অব মিউজিক’ ওয়াশিংটন ডিসির ‘হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়’ নিউইয়র্কের ‘পারসনস স্কুল অব ডিজাইন’ এবং আটলান্টার ‘স্পেলম্যান কলেজ’।

স্পেলম্যান কলেজের প্রেসিডেন্ট ‘মেরি শ্মিট ক্যামবেল’ ওয়াশিংটন পোষ্ট পত্রিকাকে এ ব্যাপারে বলেন, ‘এই বৃত্তি গরীব শিক্ষার্থী, যারা অর্থকষ্টে ভুগছেন তাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।’

গত সপ্তাহে বিয়ন্সে তার ‘লেমন্ডে’ অ্যালবামের বর্ষপূর্তির জন্য ‘পিবডি অ্যাওয়ার্ড’ লাভ করেন।

বিয়ন্সের ‘লেমন্ডে’ ছিল ২০১৬ সালে বিশ্বে সর্বাধিক বিক্রিত অ্যালবাম। গত বছরের ২৩ এপ্রিল অ্যালবামটি মুক্তি পায়। এতে বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘প্রে ইউ ক্যাচ মি’ ‘হোল্ড আপ’ ‘ডোন্ট হার্ট ইয়রসেল্ফ’।

বিবিসি, দ্য সিডনি মনিং হেরাল্ড