চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারী পুলিশ নির্যাতনে ছাড় পাবে না কেউ: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্যাতিত নারী পুলিশ সদস্য চাইলে পুলিশ আইনে নির্যাতনকারি পুলিশ অফিসারের বিচার চাইতে পারেন। প্রয়োজনে তিনি প্রচলিত আদালতেও প্রতিকার চাইতে পারেন। সবক্ষেত্রেই সরকার তাকে সাহায্য করবে। এমপি পুত্র ঘাতক রনির বিরুদ্ধে অধিকতর তদন্তের কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত বন্যা প্রস্তুতির মোকাবেলা নিয়ে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, নারী পুলিশ নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জানান, দেশের প্রচলিত আইনে বিচার হবে,দোষীর উপযুক্ত শাস্তি হবে। মামলা না নেয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন। কাউকে ছাড় দেয়া হচ্ছে না। এমপি,মন্ত্রী-প্রতিমন্ত্রী যে-ই হোক , তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে’।