চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নারীর ছবিতে অাসছে ডলার

নারী অধিকার নিয়ে মুখে বড় বড় কথার খই ফোটানো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত ব্যাংক নোট ডলারে কোনো নারী-মুখ দেখা যায়নি। আর বিশেষ দিন-ক্ষণে নারী-মুখ সম্বলিত স্মারক মুদ্রাগুলোও সেভাবে আলোর মুখ দেখেনি। এই ডলার দিয়ে এতদিন আধিপত্য করেছেন মার্কিন রাজনীতির কয়েকজন পুরুষ ব্যক্তিত্ব।

এবার শুভ বুদ্ধির উদয় হয়েছে মার্কিন টাকশাল ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের। দশ ডলারের নোটে এবার স্থান পাবেন নারীরা।

মার্কিন সংবিধানে নারীকে ভোটাধিকার দেওয়ার শতবর্ষপূর্তিতে ২০২০ সাল নাগাদ নারীর ছবি দেওয়া দশ ডলারের নোট বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্রের টাকশাল। তবে ডলারে মুখ দেখানো নারী কে হতে যাচ্ছেন তা এখনো ঠিক হয়নি। এজন্য অবশ্য জনগণকে সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভোটে নির্বাচিত নারীই মুখ দেখাতে যাচ্ছেন দশ ডলারের কড়কড়ে নোটে।

সেই ১৯২৯ সাল থেকেই দশ ডলারে নিজের চেহারা দেখিয়ে আসছেন আমেরিকার বিপ্লবের অন্যতম পরিচিত নাম আলেকজান্ডার হ্যামিলটন। এবছরের শেষ নাগাদ জানা যাবে তাকে হটিয়ে কোন নারী আসছেন ইতিহাসের অংশ হতে।