চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাফ নদীতে বিজিবির সাথে ‘গোলাগুলিতে ইয়াবাকারবারী’ নিহত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সঙ্গে কথিত গোলাগুলিতে একজন সন্দেহভাজন ইয়াবাকারবারী নিহত হয়েছেন। 

বিজিবির দাবি, শনিবার ভোরের ওই ঘটনায় তাদের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সেসময় বিপুল পরিমাণ ইয়াবা আটক করা হয়।

নাফ নদীর ১ নম্বর স্লুইচ গেটের কাছে ওই ঘটনাটা ঘটে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, ‘‘নাফ নদী হয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসতে পারে- এমন গোপন খবরের ভিত্তিতে টেকনাফ সদর বিওপি এলাকার এক নম্বর স্লুইস গেট সংলগ্ন এলাকায় স্পিডবোটে টহল জোরদার করে বিজিবির একটি টহল দল।’’

‘‘শনিবার ভোর রাতের দিকে নাফ নদীর জিরো রেখা অতিক্রম করে একটি কাঠের নৌকায় তিনজন লোক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে।’’

তিনি আরও বলেন, ‘‘এইসময় নৌকায় থাকা ইয়াবা কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে বিজিবি পাল্টা গুলি ছুড়ে। ২/৩ মিনিট পর নৌকায় থাকা তিন জনের মধ্যে ২ জন সাঁতার কেটে পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ জব্দ করে বিজিবি সদস্যরা।’’

সেসময় বিজিবি সদস্য আহত হয় বলে দাবি করে বিজিবির ওই কর্মকর্তা বলেন, ‘‘আহত কারবারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।’’

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, সেই নৌকায় তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও খালি খোসা উদ্ধার করা হয়।