চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাটোরে পুকুর খননে জলাবদ্ধতা সৃষ্টি

নাটোরে নির্বিচারে পুকুর খনন করে ভূ-প্রকৃতি বদলে ফেলা হচ্ছে। এতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টিসহ পরিবেশে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আইনের তোয়াক্কা না করে নাটোরের ৭ উপজেলাতেই যত্রতত্র পুকুর খনন করা হচ্ছে। মাছ চাষ ও খননের মাটি বিক্রি করে সাময়িক লাভের আশায় ফসলি জমিও পুকুর বানানো হচ্ছে। অপরিকল্পিত এ খনন কাজে এরই মধ্যে এলাকার প্রকৃতি বদলে গেছে। দেখা দিচ্ছে জলাবদ্ধতা। পরিবেশে বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।

পরিবেশের সঙ্গে ক্ষতি হচ্ছে কৃষিরও। ভবিষ্যতে সঙ্কট আরও প্রকট হবে বলে মনে করছে এ কৃষি কর্মকর্তা।

পুকুর খননের প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে, তাই পদক্ষেপ নেয়ার কথা বলছেন জেলা প্রশাসক।

এ তৎপরতা বন্ধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

নাটোরে আইন কানুনের তোয়াক্কা না করে নির্বিচারে পুকুর খননের ফলে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টিসহ পরিবেশের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় পুকুর খনন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ অঞ্চলের মানুষেরা ।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-