চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গে ট্রেন-বাসে আগুন

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। ট্রেন-বাসে আগুন আর সংঘর্ষ লেগেই আছে।

মুর্শিদাবাদ, ফারাক্কা স্টেশন ও হাওড়া জেলার দক্ষিণ পূর্ব রেলপথে বাউরিয়া ও নলপুর স্টেশনগুলোতে দফায় দফায় রেল অবরোধ করেছে বিক্ষোভকারীরা।

এসময় ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়। পাশাপাশি তারা আগুন লাগিয়ে দেয় রাজ্য পরিবহন দপ্তরের অধীনস্থ তিনটি সরকারি বাস সহ পনেরোটি বাসে। প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংশোধিত নাগরিকত্ব আইনে অনুমোদন দেওয়ার পর থেকেই ক্রমশ জটিল হতে শুরু করে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও।

এর আগে একই রকম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় আসামেও। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ-আন্দোলন করার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।