চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাইজেরিয়ায় বোমা হামলায় কমপক্ষে ৪২ জন নিহত

নাইজেরিয়ার নর্থ-ইস্টার্ন এলাকায় পরপর দুটি বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

নাইজেরিয়ার ইয়োলা শহরে নতুন করে তৈরি একটি মসজিদে বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। এর আগে মাইদুগরি এলাকায় একটি আত্নঘাতি বোমা হামলায় ১৫ জন নিহত হয়।

কে বা কারা এই বোমা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি, তবে ইসলামিক জঙ্গি দল বোকো হারাম এর আগে এই এলাকায় এমন বেশ কিছু হামলা চালিয়েছে। তাই সন্দেহের তীর তাদের দিকেই।

এই ইসলামী চরমপন্থী দলটি শুধু খ্রিষ্টানদের নয় বরং মুসলিমদেরও আক্রমণ করে, যাদের দর্শন তাদের সঙ্গে মেলে না তাদেরই আক্রমণ করে এরা।

শুক্রবার সকালে ভোরের নামাজ পড়ার জন্য মুসলিমরা মাইদুগরির মসজিদে ঢুকতেই প্রথম হামলাটি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে সেখানে একজন আত্নঘাতী বোমা হামলাকারী ছিলো।

অন্যটি দুপুরে জুম্মার নামাজ পড়ার সময় ঘটানো হয়। ইয়োলার জিমেতাতে নতুন তৈরি একটি মসজিদে এই হামলা চালায় জঙ্গিরা।

সাম্প্রতিক সময়ে বোকো হারামের হামলায় হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আর ঘরছাড়া হতে বাধ্য হয়েছে কয়েক লাখ মানুষ।