চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি

প্রতি বছর অসংখ্য জীবন রক্তের অভাবে হারিয়ে যাচ্ছে। জীবনের অতি গুরুত্বপূর্ণ এ উপাদানের কোনো বিকল্প নেই। রক্তের  গুরুত্ব উপলব্ধি করে এবং মানবিক মূল্যবোধ স্থাপন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলার লক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব রক্তদান কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে ২৬৩ ব্যাগ রক্ত সংগৃহীত হয়।

উদ্যোক্তরা জানান, ‘প্রকৃতপক্ষে এক ব্যাগ রক্ত তিনটি জীবন বাঁচাতে পারে। রক্তদান একটি বিশেষ সুযোগ। আমাদের এই ছোট্ট অবদান হয়তো কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। রক্তের অভাবে কাউকে যেন আপনজন হারাতে না হয় সেটিই এই আয়োজনের মূল উদ্দেশ্য।’