চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার নিখোঁজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার গতকাল থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

৭ নভেম্বর বিকেল থেকে তার কোনো খোঁজ না পেয়ে রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিজারের বাবা মোতাহার হোসেন।

জিডি’র তথ্যানুযায়ী, ৭ নভেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার পর সিজারের খোঁজ পাওয়া যাচ্ছিলো না, মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।’

সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর জেষ্ঠ্য গবেষণা ফেলো মঞ্জুর হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন,‘সিজার ইউএনডিপি এবং সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর সঙ্গে অ্যান্টি টেরোরিজম বিষয়ে কাজ করছিলো। গত ২৫ অক্টোবর ছাত্র পরিচয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিলো। তখন বাসায় ছিলো না সিজার। এরপর নিজের নিরাপত্তার কথা ভেবে বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছিলো।’

গতকালই নিখোঁজের বিষয়টি জানিয়ে রাত ১১ টা ৫৪ মিনিটে একটি ফেসবুক পোস্টে ভাতিজা নিখোঁজ হয়েছে বলে জানান তিনি।