চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নর্থ কোরিয়ার মিসাইল আঘাত হানল জাপান সাগরে

তিন সপ্তাহে তৃতীয় সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। স্বল্প দূরত্বের এবারের স্কাড মিসাইলটি উৎক্ষেপণের স্থান থেকে সাড়ে ৪শ’ কিলোমিটার দূর পর্যন্ত উড়ে গিয়ে জাপান সাগরে পড়েছে।

ইউএস প্যাসিফিক কমান্ড জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি নর্থ কোরিয়ার উয়োনসান এলাকা থেকে নিক্ষেপ করা হয়। সাগরে পড়ার আগে ছয় মিনিটের মতো ওড়ে মিসাইলটি।

বিবিসি জানায়, এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে জাপান সরকার। দেশটির প্রধান ক্যাবিনেট সচিব ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, জাপানের সাদো এবং ওকি দ্বীপের মাঝামাঝি ‘এক্সক্লুসিভ ইকোনোমিক জোন’ এলাকায় গিয়ে পড়ে।

অন্যদিকে সাউথ কোরিয়া জানিয়েছে, উৎক্ষিপ্ত মিসাইলের সংখ্যা একাধিক হতে পারে।

পর্যবেক্ষকদের মতে, আরও একটি সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে এটাই মনে হয় যে, নর্থ কোরিয়া ওয়ারহেড (মিসাইলের বিস্ফোরণক্ষম সামনের অংশ) বহনে যোগ্য মিসাইল তৈরিতে আগের চেয়ে অনেকটাই উন্নতি করেছে।

সফল পর্রীক্ষায় আনন্দিত নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন

একের পর এক পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞায় রয়েছে দেশটি। তবে নিষেধাজ্ঞার মধ্যেও বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে নর্থ কোরিয়া। বরং সম্প্রতি এই পরীক্ষার সংখ্যা আরও বেড়ে গেছে।