চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৩

আহত অন্তত ৩০

নরসিংদীতে আসন্ন ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীসহ ৩ জন নিহত হয়েছে ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন, আলোকবালি ইউনিয়নের নেকজানপুর গ্রামের কুদু মিয়ার ছেলে আমির হোসেন (৫০), জলিল মিয়ার ছেলে আরিফুল ইসলাম (১৮) ও বাঞ্ছারামপুরের জয়নগরের আব্দুল হকের স্ত্রী খোরশিদা বেগম (৬০)।

ওই সংঘর্ষের ঘটনায় ৩ জনের নিহত হওয়ার নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওগাতুল আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতিকের রিপন মোল্লা এবং মোরগ প্রতিকের আবু খায়ের। আজ সকালে রিপন মোল্লার সমর্থকরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আবু খায়েরের সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা করে।

সেসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেখানে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ ৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন।

নিহত ৩ জনই আবুল খায়েরের সমর্থক বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।