চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নতুন মুদ্রানীতি তৈরি করছে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নতুন মুদ্রানীতি তৈরি করছে বাংলাদেশ ব্যাংক।

ইকোনমিক রিপোটার্স ফোরাম আয়োজিত প্রাক-মুদ্রানীতি আলোচনায় গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক এমন কোনো হঠকারি কাজ করবে না যার ফলে অর্থনীতির শৃঙ্খলা ভেঙে যায়।

আলোচনায় প্রবৃদ্ধি সহায়ক ও বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি তৈরির সুপারিশ করেন ইকোনমিক রিপোটার্স ফোরাম এর সদস্যরা। এছাড়া নতুন উদ্যোক্তা তৈরিতে উদ্যোগ এবং  ঋণের সুদের হার কমানোর পরামর্শও দেন তারা।

আলোচনায় ডেপুটি গভর্নর আবু এনাম রাজি হাসান বলেন, মুদ্রানীতিতে এবারও মূল্যস্ফীতি কমানো এবং বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ ব্যাংক।