চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন চ্যালেঞ্জের সামনে স্মিথ-ওয়ার্নার

আইপিএলে ভারতীয় সমর্থকদের কাছ থেকে যতই সমাদর পান না কেনো ডেভিড ওয়ার্নার, ইংলিশ সমর্থকরা যে মোটেই তার জন্য বরণডালা নিয়ে থাকবেন না সেটা পরিষ্কার করে দিয়েছে বার্মি আর্মি।

ইংল্যান্ড ক্রিকেট দলের কট্টর সমর্থক দল বার্মি আর্মি তাদের টুইটার অ্যাকাউন্টে ওয়ার্নারের ফটোশপ করা একটি ছবি পোস্ট করেছে। অস্ট্রেলিয়ার জার্সি পরে ওয়ার্নার দাঁড়িয়ে। সামনে ‘অস্ট্রেলিয়া’র পরিবর্তে লেখা ‘চিটস’। সেখানে লেখা আছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের খেলোয়াড়দের পোট্রেট প্রকাশ করেছে।’

এই ছবিতেই বার্মি আর্মি পরিষ্কার করে দিয়েছে ইংল্যান্ড বিশ্বকাপ এবং অ্যাসেজ সিরিজে বেশ চাপেই থাকতে হবে ওয়ার্নার এবং স্টিভেন স্মিথকে। সে যতই স্মিথের ফর্ম নিয়ে বিশ্বকাপ অধিনায়ক অ্যারন ফিঞ্চ খুশি থাকুন, ইংল্যান্ডের আমজনতা মোটেই তাকে ছেড়ে দেবে না।

গত বুধবার অপরাজিত ৮৯ রান করার পর শুক্রবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে ৯১ করেন স্মিথ।

শুধু ওয়ার্নার নয়, বার্মি আর্মি টার্গেট করেছে মিচেল স্টার্ক বা নাথান লায়নকেও। টুইটারেই এদুই বোলারের ছবিতে হাতে বলের জায়গায় ফটোশপ করে ঢোকানো হয়েছে স্যান্ড পেপারের রোল। এই স্যান্ড পেপার দিয়েই বল বিকৃত করার অভিযোগ উঠেছিল ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফ্টের বিরুদ্ধে।

এরকম পরিস্থিতি যে হতে পারে, সেজন্য মানসিকভাবে তৈরি হয়ে আছে অস্ট্রেলিয়াও। কোচ জাস্টিন ল্যাঙ্গারের মন্তব্য, ‘প্লেন হতে নামার মুহূর্ত থেকে আমাদের যদি এই পরিস্থিতির সামনে পড়তে হয়, তাহলে আমরা তৈরি। সফরের শুরুতে বিশ্বকাপটা একটু অন্যরকম। কিন্তু যখন অ্যাসেজ শুরু হবে আমি নিশ্চিত তখন নানারকম মন্তব্যের সামনে পড়তে হবে।’

সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতির কথা জেনেও স্মিথের ফর্ম নিয়ে ইতিবাচক অধিনায়ক ফিঞ্চ। নিজে আইপিএলে না খেললেও নজর রেখেছিলেন ভারতের টি-টুয়েন্টি টুর্নামেন্টে। পরে নিজেদের দেশে দুটি ওয়ার্মআপ ম্যাচে দেখেছেন স্মিথকে। ফিঞ্চের মন্তব্য, ‘স্টিভের টাইমিং এবং ক্লাস ফিরে এসেছে। দেখে মনে হচ্ছে, এই জিনিস দুটো তাকে ছেড়ে যায়নি কখনো।’