চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন করে সরকারি হলো ২৭১ কলেজ

নতুন করে দেশের ২৭১টি কলেজকে সরকারিকরণের জন্য প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাসিমা বেগম।

এ নিয়ে বর্তমানে দেশে সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯৮-এ।

এখন সরকারি হওয়া শিক্ষকদের অবস্থান, বদলি ও পদোন্নতিসহ যাবতীয় বিষয় নির্ধারিত হবে নতুন বিধিমালা অনুযায়ী।

গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য এ বিষয়ক সারসংক্ষেপ তার কার্যালয়ে পাঠানো হয়। গত  সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এতে অনুমোদন দেন।