চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নওগাঁর আলীদেওনা গ্রাম এখন পাখির অভয়াশ্রম

ইমরুল কায়েস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ’র মহাদেবপুর উপজেলার আলীদেওনা গ্রামে স্থানীয় যুবকরা পাখির আবাসস্থল গড়ে তুলেছেন। এই পাখি কলোনি এখন মানুষের বিনোদনের খোরাকও মেটাচ্ছে। পাখির প্রতি ভালবাসা সৃষ্টি করতে সেখানে মেলার আয়োজনও করা হচ্ছে।

নওগাঁর মহাদেবপুর উপজেলার নিভৃত গ্রাম আলীদেওনায় সবুজ গাছ গাছালীতে ভরা গ্রামটিতে আগে থেকেই ছিল অসংখ্য পাখির বসবাস। এর পরিপ্রেক্ষিতে এই গ্রামে পাখির জন্য অভয়াশ্রম সৃষ্টি করতে স্থানীয় যুবকরা গড়ে তুলেছেন সামাজিক সংগঠন “প্রাণ ও প্রকৃতি”। পাখি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি।

এখন ওই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে শুধু পাখি আর পাখি। বিকেলে পাখির ঘরে ফেরার দৃশ্য দেখতে দর্শনার্থীর ভিড় জমে। আলী দেওনা গ্রামই এখন দেশের সবচেয়ে বড় পাখী কলোনি বলে দাবি করেন প্রাণ ও প্রকৃতির কর্মীরা।

পাখির এ অভয়াশ্রমের পরিসর আরো বাড়াতে সরকারি সহায়তা প্রত্যাশা করেন আলীদেওনা গ্রামের পাখিপ্রেমীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: