চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যে অগ্রাধিকার

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা বিষয়ে চুক্তি হয়েছে। দু’দেশের মধ্যে এলএনজি টার্মিনাল অবকাঠামো উন্নয়ন ও এলএনজি সংক্রান্ত বিষয়ে দু’টি সমঝোতা হয়েছে। এছাড়া মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র এবং দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনে সমঝোতা হয়েছে।

এর আগে রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো।

এরপর দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন উইদোদো।