চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিকথা দুই কোটি টাকায় বিক্রি

জাপান কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে সেই ঘটনার বর্ণনা সমৃদ্ধ জাপানি সম্রাট হিরোহিতোর একটি স্মৃতিকথা নিউ ইয়র্কের এক নিলামে প্রায় দুই কোটি টাকায় বিক্রি হয়েছে।

ইম্পেরিয়াল মনোলগ হিসেবে পরিচিত এই স্মৃতিকথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ পর্যন্ত ধারাবাহিক বর্ণনা রয়েছে।

বিবিসি জানিয়েছে, ধারণা করা হয়; দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে জাপানের সম্রারেটের একজন সহযোগী এই স্মৃতিকথা লেখেন। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্রাট হিরোহিতোর ভূমিকা তুলে ধরা হয়েছে।

১৯৯৮ সালে সম্রাটের মৃত্যুর পরের বছর এটি প্রথম প্রকাশিত হয়। এর আগে নিউ ইয়র্কেই বৃটিশ নিলাম সংস্থা বোনহামস এর মূল পাণ্ডুলিপি নিলামে তোলে।

এই স্মৃতিকথাই জাপান সম্রাটের বক্তব্যের সম্পূর্ণ একমাত্র নথি এবং জাপানের ইতিহাস জানার অন্যতম উৎস বলে জানায় বোনহামস।

সেখানে সম্রাট বর্ণনা করেছেন, তিনি এমন পরিস্থিতিতে পড়েছিলেন হয় তাকে যুদ্ধে জড়াতে হবে নতুবা মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে নিতে হবে। তিনি শঙ্কিত ছিলেন যুদ্ধ জড়ানোর কারণে বিরোধী দল দেশে গৃহযুদ্ধ লাগাতে পারে।

এছাড়াও যুদ্ধকালীন নীতি-নির্ধারণী ভূমিকা রাখায় তাকে বিতর্কিত ইতিহাসবিদদের একজন মনে করা হতো।