চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের বর্ণাঢ্য প্যারেডে পুতিন

বর্ণাঢ্য আয়োজনে ৭২তম বিজয় দিবস পালন করছে রাশিয়া। এ উপলক্ষ্যে দেশটির রেড স্কয়ারে বিশেষ প্যারেডের আয়োজন করা হয়।

এদিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সামরিক বাহিনী ও জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ বক্তৃতা করেন। সমরাস্ত্র প্রদর্শনী করে রুশ সেনাবাহিনী।

১৯৪৫ সালের আজকের দিনে জার্মান নাৎসি বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়।

এ কারণে সোভিয়েত ইউনিয়নে দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হতো। পরবর্তী সময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়াও এই দিবস পালন করে আসছে। মস্কোর রেড স্কয়ারে বিশাল প্যারেডের আয়োজন করা হয়।