চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে নর্থ কোরিয়া

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে নর্থ কোরিয়া।

সাউথ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুসোং থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র দুটি ৪শ ২০ কিলোমিটার ও ২শ ৭০ কিলোমিটার পূর্বে গিয়ে আঘাত হানে।

পারমাণবিক আলোচনার অচলাবস্থা কাটাতে মার্কিন দূত সাউথ কোরিয়ায় অবস্থানের সময়েই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো নর্থ কোরিয়া।

গত মাসে কৌশলগত নিয়ন্ত্রিত অস্ত্র পরীক্ষার কথা স্বীকার করে পিয়ংইয়ং। গত ৪ মে সাউথ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, নর্থ কোরিয়া বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

তার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালো তারা।