চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দেড়শ উইকেটের মাইলফলকে সাকিব, আইসিসির অভিনন্দন

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেট লাভ করায় সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

আইসিসির ওয়েবসাইটে দেয়া অভিনন্দন বার্তায় বলা হয়, প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট লাভ করায় সাকিব আল হাসানকে অভিনন্দন।

চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে টেস্টে সাকিবের উইকেট সংখ্যা ছিল ১৪২ ম্যাচে ১৪৭। প্রথম ইনিংসে দুই উইকেট তুলে নিয়ে সংখ্যাটা দাঁড়ায় ১৪৯। দ্বিতীয় ইনিংসে ইংলিশ ওপেনার বেন ডাকেটকে আউট করে এই নতুন উচ্চায় পৌঁছান সাকিব। পরে আরো দুটি উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টেস্ট ক্রিকেটে ২৮২৩ রানের সঙ্গে তার উইকেট সংখ্যা দেড় শতাধিক। ১৬৩ ওয়ানডেতে সাকিবের উইকেট সংখ্যা ২১৫টি। আর ৫৪টি টি-টুয়েন্টি খেলে উইকেট পেয়েছেন ৬৫টি।

এদিকে, বোলারদের দাপটে জমে উঠেছে চট্টগ্রাম টেস্ট। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করার পর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৪৮ রানে। আর দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৫ উইকেট তুলে নিয়ে ইংলিশদের চেপে ধরেছে বাংলাদেশ।