চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে কোনো মানুষই দরিদ্র থাকবে না: প্রধানমন্ত্রী

শক্তিশালী পুঁজিবাজার গঠনে ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীর পাশাপাশি দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হার বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’র (অ্যাপেক) ফিন্যান্সিয়াল লিটারেসি এবং ইনভেস্টর প্রোটেকশন সম্মেলনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই দেশের কোনো মানুষই দরিদ্র থাকবে না। অন্তত বড় মৌলিক চাহিদাগুলো যেন পূরণ হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।