চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ঢাবিতে ‘ভূত তাড়ানো’ কর্মসূচি

ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগের ৩৪ নেতাকে ভর্তি করে ডাকসু নির্বাচনের সুযোগ দেওয়া এবং রোকেয়া হলে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, ব্যবসায় অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম ও রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগের দাবিতে ‘ভূত তাড়ানো’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাসে মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে আগুন জ্বালিয়ে অভিনব পন্থায় ‘ভূত তাড়ানো’ মহড়া দেয় শিক্ষার্থীরা।

এসময় নানা স্লোগান ও প্রতিবাদ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা। ‘ভূত তাড়াবো, ভূত তাড়াবো, ঢাবি ভিসির ভূত তাড়াবো, ডিনের ভূত তাড়াবো, জিনাত হুদার ভূত তাড়াবো’ নামে স্লোগান দিতে থাকে।

এ সময় তিনটি দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। এগুলো হলো- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে খালি পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেওয়া। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ করা।