চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্নীতির অভিযোগে জর্জরিত নেতানিয়াহু পদত্যাগ করবেন না

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির অ্যাটর্নি জেনারেল অভিচাই ম্যানডেলব্লিট। তবে টিভিতে দেয়া এক বক্তৃতায় এ অভিযোগের পরও পদত্যাগ করবেন না বলেই জানিয়েছেন তিনি।

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তার পক্ষে সংবাদ প্রচারের জন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে বিশেষ রাষ্ট্রীয় সুবিধা বা লাখ লাখ ডলারের উপহার দিয়েছেন বা দিতে চেয়েছেন নেতানিয়াহু।

ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। এবং জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে।

তদন্তকারী কর্মকর্তা সম্পর্কে তদন্তের ঘোষণাও দেন নেতানিয়াহু।