চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্দান্ত শুরুই এনে দিলেন তামিম-সৌম্য

হতাশার সকালে শ্রীলঙ্কা তিনশ পেরিয়ে গেল। বড় সংগ্রহের ভিত গড়তে ব্যাটিংয়ে নেমে তাই একটু বাড়তি সতর্কতার দরকার ছিল। তামিম ইকবাল ও সৌম্য সরকার সেটি করলেন ঠিকঠাকভাবেই। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে শুরুটা দারণ হয়েছে বাংলাদেশের। ৯৫ রানের উদ্বোধনী জুটির পর অবশ্য ফিরে গেছেন তামিম (৪৯)।

ইমরুল কায়েস একাদশে ফিরেছেন। তবে দুঃসময় কাটিয়ে রানে ফেরা সৌম্যকেই তামিমের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়েছে। আস্থার প্রতিদানও দিচ্ছেন এই বাঁহাতি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এর আগে শততমের মাইলফলক ছোঁয়া টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট করে বাংলাদেশ। লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে দিনেশ চান্দিমাল প্রতিরোধ গড়েন। ১৩৮ রানের দুর্দান্ত একটি ইনিংসে খেলেছেন তিনি।

মিরাজ টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে সফল। এই অফস্পিনার ঝুলিতে গেছে ৩ উইকেট। মোস্তাফিজ, শুভাশিস ও সাকিবের দখলে ২টি করে উইকেট।