চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্ঘটনার পর সাইমন্ডসকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন একজন

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শনিবার মধ্যরাতে মারা গেছেন অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপজয়ী তারকার অকাল মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটবিশ্বে। তার মৃত্যুর একদিন পর জানা গেল, দুর্ঘটনার পর বাঁচাতে এগিয়ে এসেছিলেন এক স্থানীয় বাসিন্দা।

কুইন্সল্যান্ড রাজ্যের উত্তরাঞ্চলীয় শহর টাউনসভিলের কাছে সাইমন্ডসের চালানো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ি উল্টে যাওয়ার শব্দ শুনে এগিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। চেষ্টা করেও ৪৬ বর্ষীকে বাঁচাতে পারেননি। গণমাধ্যমে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

‘সাইমন্ডস সেখানে আটকে ছিলেন, তাকে বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু বের করতে পারিনি। পরে সিপিআর করা শুরু করি এবং তার পালস পরীক্ষা করেছি। কিন্তু তার কাছ থেকে খুব বেশি সাড়া পাইনি।’

‘পরে জরুরি সেবায় পুলিশ ডেকে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও আঘাতের কারণে দ্রুতই মৃত্যুকোলে ঢলে পড়েন সাইমন্ডস।’

গত মার্চে একদিনের ব্যবধানে অজিদের সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার রডনি মার্শ ও শেন ওয়ার্নের মৃত্যুর খবরে স্তব্ধ হয়েছিল গোটা বিশ্ব। এবার যোগ হলেন সাইমন্ডস। সাইমন্ডস ১৯৯৮-২০০৯ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ২৩৮ ওয়ানডে খেলেছেন।