চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্গাপূজার মহাসপ্তমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী আজ। আজ থেকেই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু।

মহাসপ্তমী উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মন্দির ও মন্ডপে-মন্ডপে চলবে দেবী দুর্গার পূজা অর্চনা, দেবী-দর্শন ও অঞ্জলী প্রদান। চন্ডী ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে দুর্গতিনাশিনী দুর্গার আর্শিবাদ প্রার্থনা করবেন ভক্তরা।

অশুভ শক্তির বিনাশ ও বিশ্বের সকল প্রাণির মঙ্গল কামনায় সকালে শুরু হবে মহাসপ্তমী পূজা।

মন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

এ বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। রাজধানীতে মন্ডপ ২২২টি।