চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দুর্গম পার্বত্য এলাকা থেকে উঠে আসা এক অমিত চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি সম্মানে ভূষিত কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব অন্টারিও’র প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর প্রফেসর অমিত চাকমা বলেছেন, তিনি এদেশের সব চাকমার প্রতিচ্ছবি নন।

‘আমার সাফল্য ও অবস্থান দেখে সবাই যেন বাংলাদেশে চাকমাদের উন্নত ও শিক্ষিত না ভেবে বসেন,’ বলে বাংলাদেশে চাকমাদের অবস্থা তুলে ধরেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন তিনি। সমাবর্তনে তাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের তৃণমূলের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসা ড. অমিত চাকমা বলেন, তৎকালীন পাকিস্তান সরকারের গ্রহণ করা কাপ্তাই প্রকল্পের কারণে ঘর-বাড়ি সবই হারিয়েছেন তারা।

সে অভিজ্ঞতায় তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজনেও কাউকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।

অমিত চাকমা বলেন, কানাডা ছাড়াও বিশ্বের বিভিন্ন শিক্ষা বিষয়ক ইস্যুতে তার নামের সঙ্গে যখন বাংলাদেশের নাম যুক্ত হয় তখন আনন্দের মাত্রা ছাড়িয়ে যায়।
বিস্তারিত ভিডিও রিপোর্টে…