চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুটি আলাদা ভ্যাকসিনের মিশ্রণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুটি ভ্যাকসিনের মিশ্রণ ও ম্যাচিং নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুটি আলাদা আলাদা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বানানো ভ্যাকসিন মিক্স ও ম্যাচ করাকে ‘ভয়ঙ্কর ধারা’ বলেই উল্লেখ করেছেন সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান।

সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, এর ফলে স্বাস্থ্যের উপর কতটা প্রভাব পড়বে সেই বিষয়ে খুব কম তথ্য রয়েছে। মিক্স অ্যান্ড ম্যাচ নিয়ে আমরা এখনও তথ্যবিহীন, প্রমাণবিহীন অবস্থায় আছি।

তিনি আরও বলেন, নাগরিকরা যদি কখন এবং কে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজের ভ্যাকসিন নিবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, তাহলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।

বিশ্বব্যাপী ভ্যাকসিনের স্বল্পতা কমাতে একজন গ্রহীতাকেই দুটি প্রতিষ্ঠানের বানানো করোনা ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়ার কথা ভাবা হচ্ছে। বর্তমানে এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।