চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দুটি পোশাক কারখানাকে নিরাপদ ঘোষণা

বাংলাদেশের দুটি তৈরি পোশাক কারখানাকে এই প্রথমবারের মত নিরাপদ বলে ঘোষণা করেছে অ্যাকর্ড। দেশি বিদেশি ব্র্যান্ড এবং ট্রেডারদের নিয়ে গঠিত তৈরি পোশাক কারখানার অগ্নিনির্বাপক এবং ভবন নিরাপত্তা বিষয়ক চুক্তিপত্র অ্যাকর্ড বৃহস্পতিবার ওই ভবন দুটিকে শ্রমিকদের জন্য নিরাপদ বলে ঘোষণা দেয়।

২০১৩ সালে সাভারের রানা প্লাজায় স্মরণকালের ভয়াবহতম দুর্ঘটনায় বারোশ’র মত শ্রমিক প্রাণ হারালে এমন ঘটনার কোনো পূনরাবৃত্তি যেনো না ঘটে এজন্য বাংলাদেশের সকল তৈরি পোশাক কারখানার ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে অ্যাকর্ড।এটি গঠিত হয়েছে এইচ এন্ড এম, প্রাইমার্ক এবং টেসকোসহ দুইশ’ ইউরোপীয় খুচরো বিক্রেতাদের সমন্বয়ে। এই গ্রুপটি বাংলাদেশে পোশাক কারখানাগুলোর নিরাপত্তা জোরদার করতে কাজ করে যাচ্ছে।

কারখানা দুটি নিরাপদ ঘোষণাকে বাংলাদেশের ২৫ বিলিয়ন ডলারের এই শিল্পের জন্য মাইলফলক বলে উল্লেখ করেছে অ্যাকর্ড গ্রুপের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লোয়েন। রানা প্লাজায় দুর্ঘটনার পর দেশের প্রায় আড়াই হাজার কারখানার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে অ্যাকর্ড।