চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই প্রোটিয়ার তাণ্ডবে কুমিল্লার বড় সংগ্রহ

ব্যক্তিগত ৩৬ রানে ফিরতে পারতেন ডু প্লেসিস। নাসুম আহমেদের বল স্টাম্প লাইন থেকে বেরিয়ে যাচ্ছিল বলে রক্ষা। অভিজ্ঞ প্রোটিয়া ব্যাটার পরে হাঁকান দুর্দান্ত ফিফটি। স্বদেশি ক্যামেরুন ডেলপোর্ট দেখান শেষ সময়ের ঝড়। দুই প্রোটিয়ার ব্যাটে চেপে বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টানা তৃতীয় জয়ের খোঁজে ১৮৩ রানের সংগ্রহ গড়েছে কুমিল্লা। ৮৩ রানে অপরাজিত থাকেন ডু প্লেসিস, শেষ সময়ে ২৩ বলে ৫১ রান করে দেন ডেলপোর্ট। ঘরের মাঠ চট্টগ্রামে জয়ের ধারায় ফিরতে মিরাজ-লুইসদের সামলাতে হবে মোস্তাফিজ-শহিদুলদের তোপও।

সোমবার টসে হেরে বাজে শুরু পায় কুমিল্লা। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসুমের ঘূর্ণিতে কুপোকাত হন মাহমুদুল হাসান জয় (১)। শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি।

ওপেনার লিটন দাসকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন তিনে নামা ফ্যাফ ডু প্লেসিস। ৩৪ বলে ৪৭ রান করে ফেরেন লিটন। ড্যাশিং ওপেনার ইনিংস সাজান ৫ চার ও ১ ছক্কায়।

জুটি ভাঙার পর আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কবলে পড়েন ডু প্লেসিস। সে যাত্রায় রক্ষা পান রিভিউ নিয়ে। পরে একাই টানেন কুমিল্লার ইনিংস। ৫৫ বলে ৮ চার ও ৩ ছক্কার ইনিংস তার।

শেষদিকে সংগ্রহ ১৮৩ রানে নিয়ে যান ক্যামেরুন ডেলপোর্ট। প্রোটিয়া অলরাউন্ডার ২৩ বলে ৩ ছক্কা ও ৪ চারে সাজান ৫১ রানের অপরাজিত ইনিংস।

ডেলপোর্ট ঝড়ের আগ পর্যন্ত চট্টগ্রামের বোলাররা দারুণ ছন্দে ছিলেন। ৪ ওভার হাত ঘুরিয়ে অফস্পিনার নাসুম নিয়েছেন দুটি উইকেট। কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েসকে ফিরিয়েছেন বেনি হাওয়েল।