চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই উইকেট তুলে স্বস্তিতে টাইগাররা

২৫৮ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুর্দান্ত। বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন অতিথি দুই ওপেনার। অবশ্য দ্রুতই লঙ্কানদের ২ উইকেট তুলে স্বস্তি ফিরিয়েছে স্বাগতিকরা।

মেহেদী হাসান মিরাজের পর সাফল্য পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ১০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৪৯ রান।

২৫৭ রানের পুঁজি নিয়ে বোলিং শুরু করা বাংলাদেশের প্রথম সাফল্যের দেখা পেতে অপেক্ষা করতে হয় পঞ্চম ওভার পর্যন্ত। দলীয় ৩০ রানে মিরাজের বলে ফিরতি ক্যাচ দেন গুনাথিলাকা। ১৯ বলে ৫ চারে তিনি করে যান ২১ রান।

তিনে নামা পাথুম নিশানাকে (৮) আউট করেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান আইপিএলে দারুণ বোলিং করা বাঁহাতি পেসার।

পঞ্চাশের আগে সফরকারীদের ২ উইকেট ফেলতে পেরে কিছুটা স্বস্তিতে স্বাগতিকরা।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে তামিম ইকবালের দল। লড়াইয়ের পুঁজি পাওয়ার পেছনে বড় অবদান মুশফিকুর রহিমের। ৮৭ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মি. ডিপেন্ডেবল।