চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দিবস পালনে বাংলা তারিখ ব্যবহারের নিষ্ক্রিয়তা নিয়ে রুল

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে বাংলা সন-তারিখ ব্যবহারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারির পাশাপাশি বাংলা ৮ ফাল্গুন ব্যবহারের নির্দেশনা চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।

আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রীপরিষদ সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ আদালত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন। চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো. নস্কর আলী গত ১২ ফেব্রুয়ারি রিটটি করেন।