চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দিনাজপুরে ফসলি জমি ধ্বংস করে ইটভাটা

দিনাজপুরে ফসলি জমি ধ্বংস করে ইটভাটা তৈরি করা হচ্ছে। ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর ও সারযুক্ত উপরিভাগের মাটি।

বিশেষজ্ঞদের অভিযোগ, যত্রতত্র গড়ে ওঠা ইটভাটা তৈরিতে মানা হচ্ছে না সরকারি নিয়ম।

দিনাজপুরে আবাদি জমিতে গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় একশ’ ৬০টি ইটভাটা। এসব ইটভাটায় ইট তৈরীর জন্য কেটে নেয়া হচ্ছে জমির উপরিভাগের মাটি। সেগুলো পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। ইটভাটার আগ্রাসনে তিন ফসলি জমি নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে মাটির স্বাভাবিক উৎপাদনক্ষমতা।

বিশেষজ্ঞরা বলছেন, মাটির উপরিভাগে যে গুরুত্বপূর্ণ জৈব পদার্থ থাকে তা নীচের মাটিতে থাকে না। জমির উপরিভাগের মাটি কেটে ফেলা হলে আগামী ২০ বছরেও সেই জমির প্রয়োজনীয় জৈব পদার্থের ঘাটতি পুরন হবে না।

অবৈধ এসব ইট ভাটা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

প্রতিটি ইটভাটায় এক মৌসুমে ৩০ লাখ ইট উৎপাদন হয়ে থাকে। সে হিসেবে দিনাজপুরে একশ’ ৬০টি ইটভাটার জন্য বছরে প্রায় দুই থেকে আড়াই হাজার একর জমির মাটি কাটা হচ্ছে।

আরও দেখুন শাহ্ আলম শাহী’র ভিডিও রিপোর্টে: